শনিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খুলনা জেলা প্রশাসন।
এ অভিযানে মহানগরের ফুলবাড়ি গেটের মো. জালাল মোল্যাকে (৬৭) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
তিনি বাংলানিউজকে জানান, মাদকের বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা যুক্ত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমআরএম