শনিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নওহাটার দুয়ারী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটক নারীর নাম সখিনা বেগম (৪০)।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, সন্ধ্যায় দুয়ারী মধ্যপাড়ায় অভিযান পরিচালনার সময় ইয়াকুবের বাড়ির পাটখড়ির ভেতর থেকে চারটি প্যাকেটে ১০ কেজি করে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ সময় ইয়াকুব হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী সখিনা বেগমকে (৪০) আটক করা হয়। এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এসএস/এমজেএফ