শনিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের ওয়াপদা গ্যারেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ও আহতদের স্বজনেরা জানান, সন্ধ্যায় শহরের ওয়াপদা গ্যারেজ মোড় এলাকায় ইন্টারনেট সংযোগের ক্যাবল কেটে রাস্তায় পড়ে যায়। পরে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে রাত ৯টার দিকে প্রতিষ্ঠানটির মালিক হাসিব আল মামুন অভি ও কর্মচারী হানিফ হোসেন নয়ন ক্যাবল সংযোগ দিতে যান।
এ সময় স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত নয়ন ও অভিকে এলোপাথাড়ি ছুরি মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. এম আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, আহতদের সারা শরীরে এলোপাথাড়ি ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাদের দুজনেরই অবস্থা আশংকাজনক।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
ইউজি/এমজেএফ