শনিবার (২২ সেপ্টেম্বর) বিশ্বব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টইউং স্ক্যাফার প্রথমবারের মতো ঢাকায় আসছেন।
এছাড়া রোহিঙ্গা ইস্যুতে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে হার্টইউং স্ক্যাফার বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক সহায়তা দিয়ে আসছে। বাংলাদেশ সফরকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
টিআর/এমজেএফ