ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাদপুরে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ সেলিম হোসেন (৪২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলুহর ডাকাততলার মাঠে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।  

নিহত সেলিম কোটচাদপুরের কাশিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।  

তিনি বলেন, রাতে গুলির শব্দ শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের লাশ উদ্ধার করা হয়।  

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ৪০ বোতল ফেন্সিডিল, ৩০০ পিস ইয়াবা ও নম্বরবিহীন একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।