ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেলো যুবকের হাসপাতালে পড়ে আছে রাশেদুলের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বাড্ডার লিংক রোডে বেপরোয়া একটি বাসের ধাক্কায় রাশেদুল ইসলাম টিটু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাশেদুল সাভারের কাশিপুর এলাকায় থাকতেন বলে জানা গেছে।

পরে মুমুর্ষূ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য  জানান।

তিনি জানান, দুপুরে বাড্ডার লিংক রোডে বেপরোয়া একটি বাস ওই যুবককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে মুমুর্ষূ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরি বাসচালক ও হেলপারকে আটক ও বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।