ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা বানু খাতুনের মরদেহ দেখতে ভিড় জমিয়েছে মানুষ। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: নেশার টাকা না দেওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে বানু খাতুন (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে জুয়েল (২৮)। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের আংদিয়া কাচারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত বানু খাতুন ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

 

স্থানীয়রা জানান, নেশার টাকার জন্য প্রায়ই বানু খাতুনের বড় ছেলে জুয়েল বাড়িতে অশান্তি করেন। রোববার বেলা ১২টার দিকে নেশার টাকা দিতে না চাওয়ায় জুয়েল তার মাকে হাঁসুয়া দিকে কোপ দিয়ে হাতে জখম করেন। এসময় চিৎকার করলে কোদাল দিয়ে মাথায় ও মুখে আঘাত করে মাকে হত্যা করেন তিনি। এরপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।  

দৌলতপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) উজ্জ্বল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বানুকে তার বড় ছেলে জুয়েল কুপিয়ে হত্যা করেছেন বলে জানা গেছে। জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।