রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দেপাড়া-সাজোখালী সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
নিরিপেনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, নিরিপেন সদর উপজেলার বেশরগাতি থেকে নারকেল ক্রয় করে নছিমনে করে কচুয়া নিয়ে যাচ্ছিলেন। পথে দেপাড়া-সাজোখালী সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেতুটির এক-তৃতীয়াংশ ভেঙে যায়। এতে নিরিপেন খালের মধ্যে পরে যান। পরে এলাকাবাসী তল্লাশি চালিয়ে খাল থেকে নিরিপেনের মরদেহ উদ্ধার করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, জরাজীর্ণ দুর্বল সেতুটিতে নারকেলবোঝাই নছিমন নিয়ে ওঠলে সেতুটির একটি অংশ ভেঙে খালে পরে যায়। এতে নিরিপেন নামে একজন মারা যান এবং দু’জন আহত হন। আহতরা স্থানীয় চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসআরএস