ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দেশের বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার বিকল্প নাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
দেশের বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার বিকল্প নাই বক্তব্য রাখছেন কাজী কেরামত আলী

নাটোর: শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, দেশের বেকারত্ব দূর করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। দেশের তরুণদের কর্মসংস্থানে আইসিটি বিভাগ ও কারিগরী শিক্ষা অগ্রণী ভূমিকা রাখতে পারে।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন এলাকায় সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ২৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে পাঁচতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সভায় শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষা বিস্তারের মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ, বছরের প্রথম দিন সাড়ে চার লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির প্রসার ঘটিয়েছে।  

তিনি বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদে বিশ্বাসী আর শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার দেশ ও কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন খাতের অভূতপূর্ব উন্নয়নের মধ্যে শিক্ষা খাত এখন সবচেয়ে অগ্রগামী বলে যোগ করেন প্রতিমন্ত্রী।  

মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, শেখ হাসিনা সরকার যদি পুনরায় ক্ষমতায় আসে তবে দেশ আরো উন্নত হবে, জনগণের শান্তি ও নিরাপত্তা দিয়েছে সরকার। সেই নিরাপত্তা অব্যাহত থাকবে। বিগত দিনে সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণে জনগণের নিরাপত্তা ছিলো না। চলনবিলের মানুষ শান্তিতে ঘুমাতে পারতো না, এখন মানুষ শান্তিতে ঘুমায়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- টিবিএম কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি। আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, শিক্ষা প্রকৌশল বিভাগের পাবনা জোনের নির্বাহী প্রকৌশলী আ ট ম ফারুক আলী ফারুকী, নাটোর জেলা শিক্ষা প্রকৌশলী ফারুকুজ্জামান, প্রকল্প পরিচালক পিযুষ ক্রান্তি নাথ প্রমুখ।

এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যৌথভাবে নির্মিতব্য পাঁচতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন।

এদিকে প্রকল্প পরিচালক পিযুষ কান্তি নাথ বাংলানিউজকে জানান, “১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন” শীর্ষক প্রকল্পের অধীনে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় একটি করে মোট ১০০টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।  

এরই ধারাবাহিকতায় কারিগরি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নাটোরে সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।