এ বিষয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে শোকবার্তা পাঠানো হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে পাঠানো শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। এ ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। ইন্দোনেশিয়ার জনগণ ও সরকার এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে বলেও প্রত্যাশা করেছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও এরপর সৃষ্ট সুনামির আঘাতে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ ও আক্রান্তদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভূমিকম্প আঘাত হানার দু’দিন পর রোববারও (৩০ সেপ্টেম্বর) উদ্ধারকারী দলকে কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। বিশেষ করে দুর্গম অঞ্চলগুলোতে পৌঁছানো যাচ্ছে না।
এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুরে সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্পের পর ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে জারি করা হয় সুনামি সর্তকতা। পরবর্তীতে ওই অঞ্চলে প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আছড়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
টিআর/এমইউএম/আরআর