বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে আতিকুর রহমান (২৪) নামে জেএমবির সামরিক শাখার এক সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, বেশকিছু জিহাদি বই, লিফলেট ও দুটি পাসপোর্ট জব্দ করা হয়।
রোববার (৩০ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, র্যাব-৮ এর ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে থানায় আতিকুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এর আগে শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে নগরের জিয়া সড়কে অভিযান চালিয়ে র্যাব-৮ এর সদস্যরা তাকে আটক করে।
আতিকুর বরগুনার মোড়খালী এলাকার মৃত গোলাম কবির মাতব্বরের ছেলে। আতিকুর জেএমবির সামরিক শাখায় বাবু ওরফে শাওন ওরফে সাইফুল্লাহ নামেও পরিচিত।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এমএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।