রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
পরে জয়পুরহাট পৌরসভার আয়োজনে সরকারি রামদেও বাজলা (আরবি) উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা সামছুল, মোমিন আহমেদ চৌধূরী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান, আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর প্রমুখ।
আয়োজকরা জানান, ৪৯ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উদ্যোগে শহরের প্রধান এ রাস্তা প্রশস্তকরণ কাজ করা হবে। আর শহরের এ প্রধান সড়কটি ফোরলেনে উন্নীত হলে শহরবাসী দীর্ঘদিনের যানজট থেকে মুক্তি পাবে বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসআরএস