রোববার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত বাবলী কুমিল্লা মুরাদনগর উপজেলার তারা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। তারা জুরাইন কবরস্থান রোড ৪তলা মসজিদ এলাকায় বসবাস করেন।
সাদ্দাম হোসেন বাংলানিউজকে জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। তাদের তিন মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি ছোটখাটো একটি সেলুন ভাড়ায় চালান। তার শাশুড়ি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি আছেন। তিনি শাশুড়িকে দেখতে স্ত্রীকে নিয়ে ওই হাসপাতালে যান। শাশুড়িকে দেখে বাসায় ফেরার পর স্ত্রী বাবলী মেহেদি কেনার জন্য ৪০ টাকা চান তার কাছে। এসময় তাকে টাকা না দিলে রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গালায় ফাঁস দেন। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এজেডএস/জিপি