ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি দলের জেলা কমান্ডার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি দলের জেলা কমান্ডার নিহত

পাবনা: পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত  চরমপন্থি লাল পতাকা দলের পাবনা জেলা কমান্ডার আবুল হোসেন ওরফে আবু নকশাল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (০১ অক্টোবর) ভোরে এ ‘বন্দুকযুদ্ধ” হয়। নিহত আবুল সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের গোলাম উদ্দিনের ছেলে।

আহত পুলিশদের তাদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে একদল সন্ত্রাসী নাশকতার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সোমবার ভোর রাতে অভিযান চালায়। পুলিশের দলটি ধোপাকোলা ব্রিজের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় ‘বন্দুকযুদ্ধ’।  

একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, চার রাউন্ড গুলি, ছয়টি তাজা হাতবোমা ও চারটি গুলির খোসা উদ্ধার করে।  

হাসপাতালে আনার পর পুলিশ আবুল হোসেন ওরফে আবু নকশালের পরিচয় নিশ্চিত হয়। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি লাল পতাকা দলের পাবনা জেলা কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে হত্যা বিস্ফোরকসহ মোট নয়টি মামলা রয়েছে। তিনি জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।