সোমবার (১ অক্টোবর) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসার শেখ উপজেলার মোজাফ্ফরগাতী গ্রামের বাসিন্দা।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, সকালে আফসার শেখ বাগুটিয়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংগগামী লাভলী পরিবহনের (ঢাকা মেট্টো-ব- ১৪-২৪৩০) যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বাস ও চালক নিরঞ্জন দাসকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
আরএ