সোমবার (১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের অধিনায়ক (সিও) কমান্ডার রাসেল আহমেদ কবির।
জাতীয়
না.গঞ্জে জেএমবির ৩ সক্রিয় সদস্য আটক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নারীসহ জেএমবির তিন সক্রিয় সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১১) সদস্যরা।
আটক তিনজন হলেন বরিশালের কাউনিয়া এলাকার রেজাউল করিম (২৮), বরিশালের বাকেরগঞ্জের জহিরুল ইসলাম পলাশ (২৭) ও চাঁদপুরের ফরিদগঞ্জের শাহনাজ আক্তার ওরফে সাদিকা ওরফে শাহানা (২৫)।
র্যাব ১১ এর অধিনায়ক (সিও) কমান্ডার রাসেল আহমেদ কবির জানান, গোপন বৈঠকের সংবাদে প্রথমে সিদ্ধিরগঞ্জ থেকে রেজাউল ও পলাশকে আটক করা হয়। এদের মধ্যে রেজাউলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে আটক করা হয় শাহনাজকে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।