'মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ-শ্রদ্ধায়' এই স্লোগানে সোমবার (১ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে শহরে একটি র্যালি বের করা হয়।
খাগড়াছড়ি প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আয়োজিত র্যালিটি মহাজনপাড়া থেকে বের হয়েছে শহর প্রদক্ষিণ করে করে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য নুরন্নবী চৌধুরী, সিভিল সার্জন মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. এমএমসালাহউদ্দিন, প্রবীন হিতৈষী সংঘের সভাপতি বোধিসত্ব দেওয়ান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
এডি/এএটি