ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আমেরিকায় ভাইয়ের পাচারের টাকায় কেনা বাড়িতে থাকেন সিনহা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
আমেরিকায় ভাইয়ের পাচারের টাকায় কেনা বাড়িতে থাকেন সিনহা এস কে সিনহা

ঢাকা: আমেরিকায় অর্থপাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২ লাখ ৮০ হাজার ডলার পাচারের মাধ্যমে আমেরিকায় বাড়ি কেনা ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ সাবেক প্রধান বিচারপতির ভাইয়ের বিরুদ্ধে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ওই ডলার পাচারের মাধ্যমে তিনতলা বাড়ি কিনেছেন অনন্ত সিনহা।

সেই বাড়িতেই বর্তমানে অবস্থান করছেন সাবেক বিচারপতি এস কে সিনহা। ওই ঠিকানাতেই থেকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি।

দুর্নীতি দমন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সিনহার ভাইয়ের ডলার পাচারের মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী পরিচালক গুলশান আনোয়ার ও সিলভিয়া ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।