২ লাখ ৮০ হাজার ডলার পাচারের মাধ্যমে আমেরিকায় বাড়ি কেনা ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ সাবেক প্রধান বিচারপতির ভাইয়ের বিরুদ্ধে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ওই ডলার পাচারের মাধ্যমে তিনতলা বাড়ি কিনেছেন অনন্ত সিনহা।
দুর্নীতি দমন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সিনহার ভাইয়ের ডলার পাচারের মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী পরিচালক গুলশান আনোয়ার ও সিলভিয়া ফেরদৌস।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
আরএম/এমজেএফ