সোমবার (১ অক্টোবর) রাজধানীর সমাজসেবা অধিদফতরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, মাত্র ৫৭ বা ৫৯ বছর বয়সে একজন মানুষ অবসরে গিয়ে অন্য কাজ তো করতে পারবেন না।
তিনি বলেন, আমাদের অর্থমন্ত্রী আগেই ঘোষণা দিয়েছেন বয়স্কদের পেনশন স্কিম চালু হবে। আমি আবারও বলছি এটা নিয়ে কাজ শুরু হয়েছে। সব কাজ প্রায় শেষ। আগামীতে যে সরকারই ক্ষমতায় আসবে তারা এটা চালু করতে পারবে।
‘আমরা বয়স্ক ভাতার হার বাড়িয়েছি। আগে ১শ টাকা ছিল এখন এটা ৫শ টাকায় এসেছে। এ সুযোগ পাচ্ছে দেশের ৪০ লাখ বয়স্ক মানুষ। এটার হার আমরা আরও বাড়াতে চাই। আগামীতে বাড়বে। ’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) গাজী মো. নুরুল কবির, অতিরিক্ত সচিব আবু মো. ইউসুফ, অধ্যাপক ড. এ এস এম আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বীরঙ্গনা রমা চৌধুরীকে ৩২ বছর যাবত সেবা করায় চট্টগ্রামের আলাউদ্দিন আহমেদ, আপন নিবাসের প্রতিষ্ঠাতা সৈয়দা সেলিনা শেলি, শ্বশুর-শাশুড়িকে সেবা করায় শামসুন্নাহার, মাকে সেবা করায় হিজড়া ইভান আহমেদ কথাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
ইএআর/এএ