সোমবার (০১ অক্টোবর) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা দেন।
সবুর জমাদ্দার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত আব্দুল মালেক জমাদ্দারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ একটি দল ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামে অভিযান চালিয়ে সবুর জমাদ্দারকে গ্রেফতার করে। এরপর তার দেহ তল্লাশি করে ৫০২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) সৈয়দ উজ জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই বছরের ১১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার কামরুল ইসলাম সবুর জমাদ্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত আট জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবির।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এনটি