সোমবার (০১ অক্টোবর) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে, মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের এসআই শাহ আলম আদালতে উপস্থিত হয়ে আটক জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন জানান।
নাটোর কোর্ট ইন্সেপক্টর মো. আমিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি পরিত্যক্ত পাঠাগারে গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে আটক করে র্যাব সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এনটি