ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে আটক ৫ জেএমবি সদস্য ২ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
বড়াইগ্রামে আটক ৫ জেএমবি সদস্য ২ দিনের রিমান্ডে

নাটোর: নাটোরের বড়াইগ্রাম থেকে আটক আঞ্চলিক কমান্ডারসহ পাঁচ জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (০১ অক্টোবর) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।  

এরআগে, মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই শাহ আলম আদালতে উপস্থিত হয়ে আটক জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন জানান।

এসময় শুনানি শেষে বিচারক প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।  

নাটোর কোর্ট ইন্সেপক্টর মো. আমিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি পরিত্যক্ত পাঠাগারে গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে আটক করে র‌্যাব সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।