সোমবার (০১ অক্টোবর) দুপুরে আমানতগঞ্জ সংলগ্ন ইসলামিয়া কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা।
এরআগে রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বেপরোয়া একটি মাহিন্দ্রার ধাক্কায় সাদিয়া ও দীপিকা নামে ইসলামিয়া কলেজের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।
আটকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়তই সড়ক দুঘটনায় প্রাণ হারাচ্ছেন শিক্ষার্থীরা। আমাদের দু’জন সহপাঠী রাস্তার পাশে দাড়িয়ে ছিলো। এসময় বেপরোয়া একটি মাহিন্দ্রা এসে তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুত্বর আহত হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, কলেজের সামনে স্পিড বেকার থাকা সত্ত্বেও তারা দ্রুত গতিতে মাহিন্দ্রা চালিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আমাদের আন্দোলন অব্যহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এমএস/ওএইচ/