ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী আহত হওয়ায় বি‌ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী আহত হওয়ায় বি‌ক্ষোভ মানববন্ধন/ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় থ্রি হুইলারের (মাহিন্দ্রা) ধাক্কায় দুই কলেজছাত্রী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে বরিশাল ইসলামিয়া কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (০১ অ‌ক্টোবর) দুপুরে আমানতগঞ্জ সংলগ্ন ইসলামিয়া কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা।

এরআগে রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বেপরোয়া একটি মাহিন্দ্রার ধাক্কায় সাদিয়া ও দীপিকা নামে ইসলামিয়া কলেজের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

তারা বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মাহিন্দ্র চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়তই সড়ক দুঘটনায় প্রাণ হারাচ্ছেন শিক্ষার্থীরা। আমাদের দু’জন সহপাঠী রাস্তার পাশে দাড়িয়ে ছিলো। এসময় বেপরোয়া একটি মাহিন্দ্রা এসে তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুত্বর আহত হয়।

শিক্ষার্থীরা আরও বলেন, কলেজের সামনে স্পিড বেকার থাকা সত্ত্বেও তারা দ্রুত গতিতে মাহিন্দ্রা চালিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আমাদের আন্দোলন অব্যহত থাকবে।

বাংলা‌দেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অ‌ক্টোবর ০১, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।