ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এস কে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
এস কে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা এস কে সিনহা

ঢাকা: দুর্নীতির অভিযোগ এনে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোমবার (০১ অক্টোবর) বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্নীতির অভিযোগ এনে গত ২৭ সেপ্টেম্বর রাতে মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর - ৪৯।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।