ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোর মৃত্যুর দায়ে আটক চালকসহ তিনজনের জামিন নামঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
কিশোর মৃত্যুর দায়ে আটক চালকসহ তিনজনের জামিন নামঞ্জুর নওদাপাড়া সড়ক অবরোধের পর বিক্ষোভ করেছেন শ্রমিকরা

রাজশাহী: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর দায়ে আটক চালকসহ তিনজনের জামিন আদালতে না মঞ্জুর হয়েছে। এর প্রতিবাদে মহানগরীর নওদাপাড়া সড়ক অবরোধের পর বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সোমবার (০১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আদালতের নির্দেশে বিকেলে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় ট্রাক মালিক, চালক, হেলপারকে আটক করে পুলিশ।  

তারা হলেন- ট্রাকের মালিক রাজশাহীর তানোরের মালশিরা গ্রামের বরজাহান আলীর ছেলে বাবু আজাদ (৩৭), চালক পবার উজিরপুকুর এলাকার আয়ুব আলীর ছেলে জীবন (৩৭) ও হেলপার মহানগরীর পশ্চিম তালাইমারী এলাকার আবদুর রহমানের ছেলে বুলবুল হোসেন (২৭)।

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার (৩০ অক্টোবর) বিকেলে ঘাতক ট্রাক মালিক, চালক, হেলপারকে আটক করা হয়।  

পরে সোমবার তাদের আদালতে পাঠানো হয়। এ সময় তাদের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ওসি রবিউল ইসলাম বলেন, এই ঘটনার জেরে নওদাপাড়া আম চত্বর সড়কে ট্রাক শ্রমিকরা বেরিকেড দেন। এতে রাজশাহী-নওগাঁ রুটের দুইপাশে বাস আটকা পড়ে। ফলে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে বেরিকেড উঠিয়ে দেওয়া হয়।  

বিকেল সোয়া ৫টা থেকে ওই সড়কে আবারও যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে৷ 

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বাংলানিউজকে বলেন, আদালতে জামিন নামঞ্জুর হওয়ার হটকারী সিদ্ধান্ত নিয়ে স্থানীয় ট্রাক শ্রমিকেরা নওদাপাড়া আম চত্বরে বেরিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

অথচ সভাপতি ও সাধারণ সম্পদক এসবের কিছুই জানতেন না। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বেরিকেপ না ওঠালে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পুলিশকে ওই শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। এরপরই বেরিকেড তুলে দেওয়া হয় এবং আবারও যানবাহন চলাচল শুরু হয় বলেও জানান এই মোটর শ্রমিক নেতা।  

এর আগে গত ৯ সেপ্টেম্বর মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া এলাকায় দুপুরে গরুবোঝাই একটি বেপরোয়া ট্রাক দোকানের মধ্যে ঢুকে পড়ে। এ সময় দোকানে বসে থাকা মারুফ হোসেন (১৬) নামের এক কিশোর আহত হন।  

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের নানা আজিজুল আলম (৫৫) বাদী হয়ে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় ট্রাক মালিক, চালক, হেলপারের বিরুদ্ধে মামলা করেন।

রাজশাহী মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে বলেন, শ্রমিক নেতা ও পুলিশের হস্তক্ষেপে রাস্তা থেকে বেরিকেড তুলে দেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে আবারও যানবাহন চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।