ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
বেনাপোলে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ জব্দ হওয়া পণ্য। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে পৃথক দু’টি অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ভারতীয় শাড়ি ও আমদানি নিষিদ্ধ মেডিসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে চোরাকারবারীরা ভারত থেকে বিপুল পরিমাণে পণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করছে।

পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা থেকে এক হাজার ১০টি উন্নত মানের শাড়ি ও গাতিপাড়া মাঠ থেকে বিভিন্ন ধরনের আমদানি নিষিদ্ধ মেডিসিন জব্দ করে।

এর আগে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

৪৯ বিজিবি বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজিকে জানান, জব্দ হওয়া মালামাল বেনাপোল কাস্টমস শাখায় পরে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।