মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান কামারদহ ইউনিয়নের বেতগাড়ি গ্রামের মানিক পাঠানের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে সোহান বাড়ি থেকে ফাঁসিতলা বাজারে যাচ্ছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয় যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ০২ ২০১৮
জিপি