মঙ্গলবার (২ অক্টোবর) সকালে নগরের কাশিমপুর দক্ষিণ পানিশাইল এলাকা থেকে গাঁজা গুলো জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মো. জুয়েল ও তার স্ত্রী রুমা আক্তার পালিয়ে যাওয়া তাদের আটক করা যায়নি।
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বাংলানিউজকে জানান, দক্ষিণ পানিশাইল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন মো. জুয়েল ও তার স্ত্রী রুমা আক্তার। ওই বাসায় থেকে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করতেন। সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও তার স্ত্রী রুমা পালিয়ে যান। পরে তাদের ঘরের একটি আলমারি থেকে এক মণ ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ হওয়া গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
এ ব্যাপারে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি আকবর আলী।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৮।
আরএস/আরআইএস/