মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এ সভার আয়োজন করে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ)।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পেনি মরটন এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বহুমুখি কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল হোসেন।
এএসএফ’র বোর্ড অফ ট্রাস্টি অ্যাডভোকেট ইউ এম হাবিবুন্নেসার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ।
অনুষ্ঠানে বিষয়কেন্দ্রিক তথ্য উপস্থাপন করেন এএসএফ’র প্রোগ্রাম ম্যানেজার আফরিনা বিনতে আশরাফ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম আবদুস সালাম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সম্পর্ক রেখে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করলে তা আরো ফলপ্রসূ হবে।
একই সঙ্গে এ জাতীয় প্রকল্পে আর্থিক বরাদ্দ ও সহযোগিতা বাড়ানোর জন্য অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
এসিড সন্ত্রাসের শিকারদের অধিকার বাস্তবায়নে কাজ করা এএসএফ’র ১৯ বছরের পথচলায় অভিনন্দন জানিয়ে পেনি মরটন বলেন, নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অপরাধ শুধু ব্যক্তির ওপর নয়, সমাজ ও রাষ্ট্রের ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলে।
সমাজে এসিডদগ্ধদের লড়াইকে ইতিবাচক আখ্যায়িত করে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার বলেন, এ সংগ্রামের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসআই