ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কোটা বহালের আন্দোলনকারীদের পাশে থাকবে ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
কোটা বহালের আন্দোলনকারীদের পাশে থাকবে ছাত্রলীগ কোটা বহাল দাবিতে শাহবাগে আন্দোলনকারীরা। ছবি: শাকিল

ঢাকা: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগে আন্দোলনরতদের পাশে থাকবে ছাত্রলীগ বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।  

রাব্বানী বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে দাবি আদায় করা সম্ভব ৷ কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার দরকার ৷ কতোটুকু কোটা সামঞ্জস্যপূর্ণ, এটা বোঝাতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের দাবি মেনে নেবেন৷কোটা বহাল দাবিতে শাহবাগে আন্দোলনকারীরা।                     <div class=

ছবি: শাকিল" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October/bg/Sahabag-inn20181004002630.jpg" style="width:100%" />তিনি বলেন, আপনারা আমাদের আদর্শিক সহযোদ্ধা৷ আমরা আপনাদের পাশে আছি৷ আপনারা আন্দোলন করুন, তবে রাস্তা অবরোধ করে জনগণকে দুর্ভোগে ফেলবেন না ৷ আপনারা যৌক্তিক অনুপাত তুলে ধরুন৷ জনদুর্ভোগ সৃষ্টি করবেন না৷ পাশেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করুন। কোটা বহাল দাবিতে শাহবাগে আন্দোলনকারীরা।                                          ছবি: শাকিলএ সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আতিকুল ইসলাম বাবু বলেন, আপনি আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করুন। গোলাম রাব্বানী শাহবাগ ছেড়ে দেওয়ার অনুরোধ করলে, বাবু বলেন, যেখানে আন্দোলনের কারণে কোটা বাতিল হয়েছে সেখানেই আন্দোলন করে কোটা বহাল করার ঘোষণা দেন।

এদিকে, কোটা বহালের দাবিতে সংগঠনটি আগামী শনিবার (০৬ অক্টোবর) বিকেল তিনটায় শাহবাগে সমাবেশের ঘোষণা দিয়েছে।

** কোটা বহাল দাবিতে শাহবাগ অবরুদ্ধ

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।