খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ মাঠে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এ উন্নয়ন মেলা। গণমানুষের জনভাবনার বাংলাদেশের সব অর্জন যেন নান্দনিক রূপে উপস্থাপন করা হয়েছে সরকারি-বেসরকারি দফতরের একশ ৫৬টি স্টলে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকাল দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনাসহ দেশের সব জেলা ও উপজেলায় আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জানান, দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে। পিছিয়ে থাকা দক্ষিণাঞ্চল আজ ঘুরে দাঁড়িয়েছে, স্থাপন করা হচ্ছে বিমান বন্দর, কার্যকর হয়েছে মোংলা বন্দর। স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি মানুষকে দিয়েছে শান্তির পরশ। ভিশন-২০২১ ও ২০৪১ অর্জনে নিরন্তর কাজ করছে শেখ হাসিনার সরকার। সব উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানা জনগণের মৌলিক অধিকার। এক্ষেত্রে জনপ্রশাসনের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) শেখ ইউসুফহারুন, পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, খুলনা অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও বীরমুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির।
এর আগে সকাল নয়টায় এ উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজ মাঠের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে মেলার থিম সং ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশন করা হয়। মেলা চলবে প্রতিদিন সকাল নয়টা হতে রাত আটটা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমআরএম/ওএইচ/