বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। রিজিয়া জামালপুর সদর থানার শান্তিবাগ এলাকার মৃত তোতা মিয়ার স্ত্রী।
নিহতের মেয়ের জামাই আসাদুজ্জামান মঞ্জু বাংলানিউজকে জানান, তার শাশুড়ি তাদের বাড়িতে থাকতেন। বুধবার (০৩ অক্টোবর) বাড়ি ভাড়া নেওয়ার জন্য এক লোক রুম দেখতে যান। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার শাশুড়ি তাকে (মঞ্জু) ফোন করে জানান অগ্রিম টাকা দিতে ওই ভাড়াটিয়া বাসায় আসছেন।
পরে তিনি ঘরের দরজা খুলে দিতে বলেন। এরপর থেকে তার শাশুড়ির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে তিনি সোয়া ২টার দিকে বাসায় এসে তার শাশুড়ির রক্তাক্ত অবস্থায় ঘরের ফ্লোরে পরে থাকতে দেখেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য তায়রুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
আরএস/আরবি/