বৃহস্পতিবার (৪ অক্টোবর) শাহবাগ মোড়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন করে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড় অবরুদ্ধ করে ২০-২৫টি মোমবাতি প্রজ্জ্বলন করে দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দিয়ে যাচ্ছে।
দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও দুপুর গড়াতেই আন্দোলনকারীদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যায়।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে বুধবার (৩ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত নেওয়ার পর বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। রাত ১টার দিকে তারা ঘোষণা দেন, কোটা বহালের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেল সন্ধ্যা পর্যন্তও চলছিল এ অবরোধ। যদিও এরমধ্যে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমএএম/এএ