নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ডিবি পুলিশের বহিষ্কৃত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সালাউদ্দিন (৩৬) ও তার প্রাইভেটকার চালক রনির ৮দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে র্যাবের আবেদনে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীনের আদালত রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ২০ আগস্ট ভোরে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার আটক করে আদমজীর র্যাব-১১।
ওই প্রাইভেটকারে ছিলেন এএসআই সালাউদ্দিন ও তার গাড়ির চালক রনি। ওইসময় র্যাব সদস্যরা গাড়িটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেন। এছাড়াও ডিবি পুলিশের একটি জ্যাকেট, পুলিশের আইডি কার্ড ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি র্যাবই তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
এএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।