বৃহস্পতিবার (০৪ অক্টোবর) বিকেল ৪টায় এ ইস্যুতে তারা নগরের চৌহাট্টায় সড়ক অবরোধ করে।
এর আগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ।
মিছিলটি নগরের জিন্দাবাজার সড়ক হয়ে চৌহাট্টায় এসে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও পথসভা করে।
সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর আমরা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি আতাউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ আহমদ, কাজী জালাল উদ্দিন জাহান, দেবব্রত চৌধুরী, জুয়েল প্রমুখ।
সভায় বক্তারা মুক্তিযোদ্ধা কোটা ৩০ ভাগ বহাল রাখার দাবি জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এ দেশ। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জীবন দিতে কুন্ঠাবোধ করেননি। অথচ কোটা বাতিল করে মুক্তিযোদ্ধাদের উপহাস করা ছাড়া আর কিছু নয়। অভিলম্বে কোটা বহাল রেখে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এনইউ/আরবি/