ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট-সুনামগঞ্জ সফরে যাচ্ছেন সিইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
সিলেট-সুনামগঞ্জ সফরে যাচ্ছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ফাইল ফটো

সিলেট: সিলেট ও সুনামগঞ্জে দু’দিনের সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে প্লেনে করে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যাবেন।

বিকেল ৪টায় নগরের আলীয়া মাদ্রাসা মাঠে উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর রাতে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

পরদিন শনিবার (০৫ অক্টোবর) সকাল ১০টায় তিনি সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন। বিকেল ৩টায় সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেট ও সুনামগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। রোববার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান নির্বাচন কমিশনার প্লেনে করে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

সিলেটে কর্মরত নির্বাচনী কর্মকর্তা এমদাদুল হক বাংলানিউজকে সিইসির সফরসূচির এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এনইউ/আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।