ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়ন মেলায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
উন্নয়ন মেলায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী

ঢাকা: চলমান চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় অংশ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা-প্রতিষ্ঠানসমূহ। ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্যমেলার মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় স্টল নিয়ে বসেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আবহাওয়া অধিদপ্তর, জরিপ অধিদপ্তর, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)।

মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনী উন্নয়ন মেলায় নিজেদের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগত দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। এছাড়া, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর রক্তদান কর্মসূচিসহ রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষাদি সম্পর্কে জনগণকে অবহিত করছে।

বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দর্শনার্থীদের সামনে তুলে ধরছে তাদের প্রাত্যহিক কাজকর্ম ও জনগণকে সেবা প্রদানে কর্মতৎপরতা।  

আবহাওয়ার পূর্বাভাস জনগণের কাছে সহজভাবে পৌঁছানোর জন্য আবহাওয়া অধিদফতরের অ্যাপস (BMD Weather Apps) ব্যবহার সম্পর্কে ব্রিফও করতে দেখা যায় মেলায়। সেখানে ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও বজ্রপাতকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে লিফলেট বিতরণও করতে দেখা যায়।  

স্পারসোর স্টলে দেখা যায়, তারা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি, বন, পানিসম্পদ, সবুজ উদ্যান ইত্যাদি সম্পর্কে পরিসংখ্যান জানাচ্ছে। এছাড়া ঝড়, বন্যা, খরা ও সাইক্লোনের পূর্বাভাস দেওয়াসহ সমুদ্র সম্পদ অন্বেষণে তথ্য প্রদানের বিষয়টিও তারা তুলে ধরে। জরিপ অধিদপ্তর সারাদেশে ডিজিটাল ম্যাপিং কার্যক্রম সম্পর্কে মেলায় আগত দর্শকদের অবহিত করে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বাণিজ্য মেলার মাঠে এসময় উপস্থিত ছিলেন। পরে বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
 
তিন দিনের এ মেলা আগামী শনিবার (৬ অক্টোবর) শেষ হবে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমআইএস/এইচএ/

** উন্নয়ন মেলায় ৬ ঘণ্টায় মিলবে পাসপোর্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।