ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৫৫ পদাতিক ডিভিশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৫৫ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতা

কুমিল্লা: বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৫৫ পদাতিক ডিভিশন এবং রানার আপ হয়েছে ২৪ পদাতিক  ডিভিশন।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে কুমিল্লা সেনানিবাস সদর দফতরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ৫৫ পদাতিক দলের ইউ পি ল্যান্স কর্পোরাল এমদাদুল হক শ্রেষ্ঠ
খেলোয়াড় এবং ২৪ পদাতিক দলের এনসি (ই) বনি আমিন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী। এসময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।