ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কথিত 'প্রশ্নফাঁস' গ্রুপে ঢুঁ মারলেই ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
কথিত 'প্রশ্নফাঁস' গ্রুপে ঢুঁ মারলেই ব্যবস্থা প্রতীকী ছবি

ঢাকা: মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে কথিত প্রশ্নফাঁসের চটকদার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিশেষ প্রাযুক্তিক টুল দিয়ে অনুসরণ করা হচ্ছে এসব তৎপরতা। তাই সাধারণ ভর্তিচ্ছুদের কেউ এসব গ্রুপে ঢুঁ মারলে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ডিএমপি'র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন জানায়, প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস হওয়ায় সুযোগ নেই, যথাযথ কর্তৃপক্ষ সেভাবেই ব্যবস্থা নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা জনপ্রিয় চ্যাট ইঞ্জিনগুলোর পাবলিক বা ক্লোজড গ্রুপে যারা প্রশ্ন সরবারহ করবে বলে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে, সেগুলো ভুয়া! ইতোমধ্যে সেই সব ভুয়া এন্টিটি বা কন্টেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরীক্ষা হলগুলোতে ম্যাগনেট, অপ্টিক ও ফ্রিকুয়েন্সি ডিটেক্টর বসানো হচ্ছে। যাতে হলে গিয়েও কেউ বিশেষ ডিভাইস দিয়ে জালিয়াতি করতে না পারে। তা করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।  

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমূল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশেষ প্রাযুক্তিক টুল দিয়ে এসব গ্রুপের তৎপরতা অনুসরণ করা হচ্ছে, তাই সাধারণ ভর্তিচ্ছুদের কেউ এসব গ্রুপে ঢুঁ মেরে ফুটপ্রিন্ট রাখবেন না। সাইবার পুলিশ ট্রেস করে ফেলবে ও সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে।

অভ্যাসগত ও সন্দেহভাজন প্রশ্নপত্র জালিয়াতদের নিবিড়ভাবে অনুসরণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এদের সঙ্গে যোগাযোগ করে অপরাধী হওয়ার ঝুঁকি নেবেন না। ভুয়া প্রশ্নপত্র জালিয়াতদের ধরতে ডিএমপির সাইবার ইউনিট ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে ২০টি টিম কাজ করছে।

রাজধানীসহ সারাদেশে একযোগে এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুক্রবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদফতরের অধীনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবারের ভর্তি পরীক্ষায় ৬৫ হাজার ৯১৯ পরীক্ষার্থী অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।