মাসব্যাপী দীর্ঘ এই বাছাইপর্বের শেষ দিনে আজ ঢাকা থেকে সর্বশেষ ১১জন নির্বাচিত হয়েছেন। পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করবেন সারা দেশের প্রতিটি বিভাগ থেকে বাছাইকৃত সৌভাগ্যবান ৩৬ জন বিজয়ীরা।
নির্বাচিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ড্যান কেক-এর চীফ অপারেটিং অফিসার ( সি ও ও ) জনাব ফিরোজ আহমেদ বলেন,‘সম্প্রতি দেশব্যাপী অনুষ্ঠিত হলো ‘ড্যান কেক ডেজার্ট জিনিয়াস ২০১৮’ প্রতিযোগিতার আঞ্চলিক বাছাই পর্ব। সর্বশেষে গতকাল আর আজ অনুষ্ঠিত হলো ঢাকা পর্বের বাছাই কার্যক্রম। দেশব্যাপী আয়োজনের পর সর্বশেষ আকর্ষণ হিসেবে ঢাকা পর্বকে রাখা হয়েছিল। সারা দেশের তুলনায় ঢাকায় প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি ছিল। আমরা এখান থেকে বিভিন্ন রকম যাচাই বাছাই শেষে ১১ জনকে নির্বাচিত করেছি। ’
খুব অল্প সময়ের মাঝে প্রচুর সাড়া পাওয়ায় আনন্দ প্রকাশ করেন ড্যান কেক-এর হেড অব মার্কেটিং জনাব মিনহাজ হোসেন । তিনি জানান, এই আঞ্চলিক বাছাইপর্ব শেষে নির্বাচিত বিজয়ীদের নিয়ে পরবর্তী ধাপ ‘স্টুডিও রাউন্ড’ ১৩ তারিখ থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে এবং স্টুডিও রাউন্ড শেষে ১০জন প্রতিযোগী নিয়ে ফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হবে ১৯শে অক্টোবর। তাদের মধ্য থেকে ৩ জন বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার। প্রথমস্থান অধিকারী পাবেন একজন সঙ্গীসহ ডেনমার্ক ঘুরে আসার সুযোগ। ’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যান কেক-এর চীফ অপারেটিং অফিসার (সি ও ও), জনাব ফিরোজ আহমেদ, ডিরেক্টর, খন্দকার মোহাম্মদ তৌহিদুজ্জামান, এটিএন বাংলার প্রোগ্রাম এডভাইসার জনাব নওয়াজেশ আলী খান, ড্যান কেক-এর হেড অব মার্কেটিং জনাব মিনহাজ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
ঢাকার বাছাই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেফ আফরোজা নাজনীন সুমি, নাফিজ ইসলাম লিপি এবং মাহবুবা চৌধুরী।
উল্লেখ্য, ডেন ফুডস লিমিটেড ড্যান কেক এ/এস, ডেনমার্ক এবং পান্ডুঘর লিমিটেড-এর একটি যৌথ উদ্যোগ যার পূর্ণ কার্যক্রম ২০১৫ সালে বাংলাদেশে শুরু হয়েছে। ড্যান কেক প্রথম আগমনেই তার ইউরোপিয়ান রেসিপির মানসম্মত ও সুস্বাদু স্ন্যাকস- এর মাধ্যমে ভোক্তার মন জয় করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত মান এবং নতুন নতুন সংযোজনের দ্বারা বাংলাদেশের স্ন্যাকস প্রেমীদের ভালোবাসার ব্র্যান্ড হিসেবে গণ্য হয়ে আসছে। এই ভালোবাসার সম্পর্ক উদযাপনেই ‘ডেজার্ট জিনিয়াস ২০১৮-এর আয়োজন।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৮
এমএমএস