ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বার্জার পেইন্টসের শিক্ষাবৃত্তি-সম্মাননা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
বার্জার পেইন্টসের শিক্ষাবৃত্তি-সম্মাননা বার্জার পেইন্টসের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীরা

ঢাকা: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে শিক্ষাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বার্জার ‘ক্লাব সুপ্রিম’ ডিলার এবং ‘সম্পর্ক ক্লাব’ পেইন্টারদের সন্তানদের (এসএসসি-এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত) এ শিক্ষাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়।

বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী এ শিক্ষাবৃত্তির উদ্বোধন করেন।

সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মহসিন হাবিব চৌধুরী শিক্ষাবৃত্তি ও শিক্ষাজীবনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

জেনারেল ম্যানেজার (মার্কেটিং) একেএম সাদেক নেওয়াজ শিক্ষাজীবনে অধ্যবসায়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং এ কৃতিত্ব ভবিষ্যতে ধরে রাখার জন্য চেষ্টা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের আহবান জানান।  

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক, সনদ, এবং ক্রেস্ট তুলে দেন বার্জার পেইন্টসের জেনারেল ম্যানেজার (সেলস ট্রেড) আজিজুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) একেএম সাদেক নেওয়াজ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।