ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়ন মেলায় ফ্রি ব্লাড গ্রুপিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
উন্নয়ন মেলায় ফ্রি ব্লাড গ্রুপিং উন্নয়ন মেলায় চলছে ফ্রি ব্লাড গ্রুপিং। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় ফ্রি ব্লাড গ্রুপিং চলছে। সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের দ্বারা এ ব্লাড গ্রুপ নির্ণয় চলছে। সব বয়সী মানুষ তাদের রক্তের সম্পর্কে জানার সু্যোগ পাচ্ছেন এখান থেকে। এছাড়া রয়েছে সামরিক সরঞ্জামের প্রদর্শনী।

শুক্রবার (০৫ অক্টোবর) উন্নয়ন মেলার মেইন গেট সংলগ্ন স্থানে অবস্থিত সামরিক স্টলে এ দৃশ্য দেখা যায়।

রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মৌটুসী জানায়, সামরিক বিষয়ে জানতে এ স্টলে আসা।

তবে ফ্রি ব্লাড গ্রুপিংয়ের ব্যবস্থা আছে এ সুযোগ মিস করবো কেন। তাই নিজের ব্লাড গ্রুপটি জেনে নিলাম।

সামরিক স্টলে আছে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প সমূহের প্রদর্শনী। তাছাড়া রয়েছে সামরিক সরঞ্জামের প্রদর্শনী। যেন এক টুকরো জাদুঘর।

সেনাবাহিনীর সিনিয়র উয়ারেন্ট অফিসার রাজ্জাক বলেন, মেলার প্রথম দিন থেকে আমাদের এ ব্লাড গ্রুপিং চলছে। এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। সব বয়সী মানুষ এখানে আসছেন। মেলার শেষ দিন পর্যন্ত এ সুবিধা থাকবে বলে জানান তিনি।

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’-স্লোগানে বৃহস্পতিবার (০৪ অক্টোবর) শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে এ মেলা।

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলায় ১০৮টি প্রতিষ্ঠানের ৩৩০টি স্টল রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।