শুক্রবার (০৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জহুরুল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রায়পুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সিরাজগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে জয়পুরহাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন জহুরুল। পথে ঘোগা বটতলা এলাকায় পৌঁছালে গতিরোধকের কারণে মোটরসাইকেল রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এমবিএইচ/আরবি/