ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দেশে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ১৬ লাখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
দেশে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ১৬ লাখ সভায় বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশব্যাপী এখন পর্যন্ত ১৫ লাখ ৯৩ হাজার ৭০ জন প্রতিবন্ধী ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড়প্রবণ ১৯টি জেলায় ৪ লাখ ৩৩ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে নিবন্ধন করা হয়েছে। এ কার্যক্রম চলমান আছে।
 

রোববার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রতিবন্ধীতা বান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের তৃতীয় সভায় এ তথ্য জানানো হয়েছে।
 
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সভাপতিত্ব করেন।


 
অ্যাডভোকেসি গ্রুপ অন ডিসএবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্টের ফোকাল পয়েন্ট সায়মা হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
 
প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার নিমিত্ত প্রশিক্ষক ও প্রশিক্ষণের সংখ্যা বাড়ানোর উপর সায়মা হোসেন গুরুত্বারোপ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
সভায় জানানো হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের লিঙ্গ, বয়স, পেশা ও শ্রেণীভিত্তিক উপাত্ত সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত ১৯ হাজার রোহিঙ্গা নারী ও শিশুকে মনোসামাজিক কাউন্সিলিং করা হয়েছে।
 
সভায় আরও জানানো হয়, এ পর্যন্ত ৩ হাজার ১০৫ জন কর্মকর্তা ও শিক্ষককে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে থাকবেন। প্রশিক্ষণ মডিউল হালনাগাদ করার উপরও সায়মা হোসেন গুরুত্বারোপ করেন।
 
সভায় মে মাসে অনুষ্ঠিত প্রতিবন্ধীতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ২০১৮ সালের জুলাই মাসে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে অনুষ্ঠিত এশিয়ান মিনিস্টিরিয়াল কনফারেন্স অন ডিজাস্টার রিস্ক রিডাকশনের ঘোষণায় ঢাকা ঘোষণা ২০১৫ ভূয়শী প্রশংসা পেয়েছে। আলোচনায় ঢাকা ঘোষণা ও এর বাস্তবায়ন কৌশলের কথা উঠে আসে।
 
সভায় আরও জানানো হয়, ঢাকা ঘোষণার আলোকে নির্দিষ্ট কর্মপন্থা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। বিশেষত বছর ভিত্তিক টার্গেট নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।
 
ঢাকা ঘোষণায় ২০২১ সালের মধ্যে ২০টি দেশকে প্রতিবন্ধী জেন্ডার ও বয়স সংবেদনশীল প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সময়ের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জনের সুযোগ সৃষ্টির কথা বলা হয়েছে।
 
সার্বজনীন রূপরেখার নীতি অনুসরণ করে দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণের মডেল প্রতিষ্ঠা ও স্থানীয় পর্যায়ে এর প্রচলনের লক্ষ্য নিধারণ করা হয়েছে ২০২১ সালের মধ্যে অন্তত ২০টি দেশকে।
 
গ্লোবাল ফ্লাটফর্ম অব ডিজাস্টার রিস্ক রিডাকশনের ষষ্ঠ সম্মেলনে ঢাকা ঘোষণা বিশদভাবে তুলে ধরা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
সভায় মন্ত্রণালয়ের সচিব শাহ কামালসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।