রোববার (৭ অক্টোবর ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার হর্সিউজানি গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে স্কুল শেষে নওগাঁ-রাজশাহী মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী হর্সিউজানি গ্রামে নিজ বাড়িতে ফিরছিল নাজমুল। এসময় নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুদ্ধ অন্য শিক্ষার্থীরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ঘাতক গাড়িটিসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা গেলে তার চালক পালি গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
জিপি