গত ২৭ সেপ্টেম্বর চাঁদপুর, কুড়িগ্রামসহ ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে জীবন বিমা করপোরেশনের জিএম এবং কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভিনকে ২৭ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়।
রোববার (০৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় সেই আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
একই প্রজ্ঞাপনে গত ২৭ সেপ্টেম্বর জারিকৃত আদেশে ভূমিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ জাকির হোসেনকে কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগের উপসচিব কে এম কামরুজ্জামান সেলিমকে চাঁদপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকারকে জয়পুরহাট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেনকে ঠাকুরগাঁয়ের ডিসি নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।
জয়পুরহাট এবং ঠাকুরগাঁওয়ে আগের ডিসিদের বহাল রাখায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকার এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেন এখন আর ডিসির দায়িত্ব পাচ্ছেন না।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমআইএইচ/জেডএস