রোববার (৭ অক্টোবর) দুপুরে শহরের ইম্প্যাক্ট হাসপাতালের পেছনে মাথাভাঙ্গা নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মিনতি বালা চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের বিনয় পাশার স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুপুরে ইম্প্যাক্ট হাসপাতালের পেছনে নদীর ঘাটে কয়েকজন গোসল করার সময় মরদেহটি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, ওই নারী সকাল ১১টার দিকে বাড়ির কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসআই