ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ইউএনও এবং সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: পৌরসভার তিনটি বাজারের খাস জমি ‘অযাচিতভাবে’ লিজ দেওয়ার অভিযোগ তুলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। 

রোববার (০৭ অক্টোবর) দুপুরে পৌরসভার সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌরসভার মেয়র নায়ার কবির বলেন, সরকারের সর্বশেষ ২০০৯ সালের গেজেট অনুযায়ী, পৌরসভার সরকারি হাট-বাজার নির্ধারিত পদ্ধতিতে নির্মাণ, ব্যবস্থাপনা ও উন্নয়নের দায়িত্ব পৌরসভার। ২০১১ সালের নীতামালা মোতাবেক পৌরসভার মেয়রের সভাপতিত্বে বিভিন্ন প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল প্রতি বছর এসব হাট-বাজার ইজারা দিয়ে সরকারি রাজস্ব আদায় করে থাকে।

কিন্তু, সদরের ইউএনও জান্নাতুল ফেরদৌস ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা সরকারি গেজেট ও নীতিমালা অগ্রাহ্য করে পৌরসভা কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে অযাচিতভাবে এবং অস্বচ্ছ পথে স্থানীয় আনন্দবাজার, বর্ডার বাজার ও গোকর্ণঘাট বাজারের খাস জায়গা ব্যক্তিখাতে লিজ দিয়েছেন। এ লিজ প্রক্রিয়ায় লাখ লাখ টাকা লেনদেনের কথাও লোকমুখে শোনা যাচ্ছে।

শহরের জনসংখ্যা অনেকাংশে বেড়েছে। এ অবস্থায় কাঁচা বাজার বিস্তৃত করতে পদক্ষেপ না নিয়ে ব্যক্তির নামে লিজ দেওয়া জনস্বার্থ বিরোধী। এসব কাজের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক এবং পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।