বিশ্ব শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহের এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিমন্ত্রী চুমকি এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান।
রোববার (৭ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’।
প্রতিমন্ত্রী বলেন, শিশুরা কৌতুহলী। তারা নানা বিষয়ে প্রশ্ন করে। আমরা অনেক সময় বিরক্ত হয়ে ধমক দিয়ে বলি ‘চুপ’ থাকো। ‘এত প্রশ্ন করো কেন’। এই ধরনের আচরণ শিশুকে হতাশ করে। শিশুরা হীনমন্যতায় ভোগে। যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত করে।
শূন্য থেকে ৫ বছর বয়সের মধ্যে শিশুর ৮০ শতাংশ বিকাশ হয় জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, শিশুকে ধমক দেওয়া, প্রহার করা কিংবা অপমান করা থেকে বিরত থাকতে হবে। তাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেকশনের চিফ জন লিবি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজির লিটন প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, শিশুরা হলো আমাদের আগামী। আগামীকে সমৃদ্ধ করতে সুস্থ শিশুর বিকল্প নেই। সুস্থ শিশুর পূর্বশর্ত সুস্থ মা। প্রতিটি নারী কারও না কারও মা। আমাদের আগামীকে সুন্দর করতে হলে প্রতিটি নারীকে ভালো রাখতে হবে। তাদের যত্ন নিতে হবে।
নাছিমা বেগম শিশুদের উদ্দেশে বলেন, তোমরা হবে উন্নত বাংলাদেশের কর্ণধার। তোমরা ভুল পথে পা বাড়াবে না। মাদকের সংস্পর্শে যাবে না। মন দিয়ে লেখাপড়া করবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘আমাদের ছোট রাসেল সোনা’ বইয়ের ব্রেইল ভার্সনের মোড়ক উন্মোচন করেন এবং একজন প্রতিবন্ধীর হাতে ব্রেইল বই তুলে দেন।
বিশ্ব শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহের আয়োজনের মধ্যে রয়েছে ৮ অক্টোবর বিকাল ৩টায় ‘আমার কথা শোন’ শিরোনামে আলোচনা সভা; যেখানে শিশুরা বলবে বড়রা শুনবে।
আগামী ৯ অক্টোবর রয়েছে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল খেলার মাঠে পথ শিশু সমাবেশ, বিভিন্ন প্রতিযোগিতা ও খেলাধুলা, সকাল পৌনে ১১টায় শিশু একাডেমিতে পথ শিশুদের আর্ট ক্যাম্প উদ্বোধন ও সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন। এছাড়া ১০ অক্টোবর সকাল ৯টায় রয়েছে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে র্যালি।
এছাড়া প্রতিদিন বিকাল ৩টায় শিশু একাডেমি মিলনায়তনে ‘আমার কথা শোন’ শিরোনোমে একটি অনুষ্ঠান করা হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের খেলনা মেলা চলবে। মেলায় প্রতিদিন ১শ’ শিশুকে ফ্রি খেলনা উপহার দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমআইএইচ/আরআর