রোববার (৭ অক্টোবর) সকালে নগর ভবনে গিয়ে দফতরে বসলে বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
সকালে প্রথম কর্মদিবসে নগরভবনে আসেন মেয়র লিটন। এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর মেয়র দাফতরিক কাজ করেন। দাফতরিক কাজের মধ্যে ৭৫২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পে প্রথম স্বাক্ষর করেন তিনি।
এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, মেয়র লিটন তার প্রথম কর্মদিবসে প্রথম স্বাক্ষর করেছেন ৭৫২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পে। এ উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর ২২টি পুকুর সংরক্ষণ ও সংস্কার করা হবে।
তিনি আরও জানান, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত লিটন মেয়র থাকাকালে এ প্রকল্পটি তিনি হাতে নিয়েছিলেন। কিন্তু সাবেক মেয়র এ প্রকল্পটি আর এগুতে দেননি। ফলে এ প্রকল্পটির ফাইল আগে থেকেই প্রস্তুত ছিল।
প্রথম কর্মদিবসে মেয়র সে ফাইলটিতে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এখন অর্থ বরাদ্দের জন্য ফাইলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসএস/আরআর