ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের নতুন হাইকমিশনারকে ‘প্রত্যাখ্যান’ 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
পাকিস্তানের নতুন হাইকমিশনারকে ‘প্রত্যাখ্যান’ 

ঢাকা: ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে মনোনীত সাকলাইন সাঈদাকে বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম ডেইলি টাইমস।

রোববার (০৭ অক্টোবর) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। তবে এ নিয়ে ঢাকার কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি হননি।

ডেইলি টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকীর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়। এরপর ঢাকায় দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য কূটনীতিক সাকলাইন সাঈদাকে এই পদে মনোনীত করে পাকিস্তান।  

এ বিষয়ে ঢাকায় কাগজপত্র পাঠিয়ে দিলে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে ঢাকা থেকে বিদায় নেওয়া পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী ডেইলিটাইমসকে বলেছেন, ‘কোনো দেশে হাইকমিশনার নিয়োগে সর্বোচ্চ একমাস সময় লাগতে পারে। এতদিন সময় লাগা মানে বুঝতে হবে তাকে (সাকলাইন সাঈদা) বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে। ’

এদিকে পাকিস্তানের নতুন হাইকমিশারের বিষয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে, কেউ-ই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।  

উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে বিগত কয়েক বছর ধরে ঢাকা-ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার ইস্যুতে পাকিস্তান বারবার নাক গলানোয় দুই দেশের মধ্যে শীতল অবস্থা বিরাজ করছে।  

বাংলাদশে সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮ 
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।